বুধবার, ২৯ এপ্রিল ২০২০ |
১:৫৯ অপরাহ্ণ | 77 বার
রামুতে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারি এক রোহিঙ্গা নিহত হয়েছ; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবাসহ অস্ত্র ও মোটর সাইকেল।
বুধবার ভোর রাতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মানস বড়ুয়া।
নিহত খোরশেদ আলম (৩০) উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।
ওসি মানস বলেন, বুধবার ভোর রাতে ইয়াবার একটি চালান পাচার হওয়ার খবরে ডিবি পুলিশের একটি দল রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জোয়ারিয়ারনালার রাবার বাগান এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে নাইক্ষ্যংছড়ি দিক থেকে একটি মোটর সাইকেল যোগে ২/৩ লোককে আসতে দেখে থামার জন্য নির্দেশ দেয়া হয়। এতে তারা অতর্কিত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
” পরে গোলাগুলি থামার পর অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ৩০ হাজার ইয়াবা, ১ টি দেশিয় তৈরী বন্দুক ও ১ টি মোটর সাইকেল। “
ওসি বলেন, ” গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মানস।