টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
পরিবার সূত্র জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া কুতুপালং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও টেকনাফ কুলাল পাড়া মরহুম মৌলভী এজাহারের পুত্র মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহিরাজিউন। হাসপাতাল সুত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর আগের দিন তিনি গায়ে জ্বর নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ৩ ছেলে, নাত-নাতি, রাজনৈতিক শুভাকাংখী ও অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। বাদে আছর হ্নীলা মৌলভী বাজার জমিরীয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে টেকনাফ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com