টেকনাফ ১৫ র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে সোমবার রাতে ইয়াবা ও নগদ পৌনে দুই লাখ টাকা সহ দুই মাদক কারবারি আটক করেছে। সোমবার রাত দেড় টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ায় এ অভিযান চালানো হয়।
এতে আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আলী আহমদের ছেলে জিল্লুর রহমান (২৫) এবং একই এলাকার লাল মিয়ার পুত্র মোঃ ইউনুস (২০)।
র্যাব ১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব এক্সবিএন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত দেড় টার দিকে টেকনাফ ক্যাম্পের একটি দল সদর ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া গোপন সংবাদের ভিত্তিতে মৃত আলী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮ শ পিস ইয়াবা ও নগদ ১ লক্ষ ৮১ হাজার টাকা সহ দুজনকে আটক হয়। আটকদের কে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com