করোনা আক্রান্ত সন্দেহে টেকনাফ মডেল থানার কর্মরত ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে টেকনাফের আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
তিনি বলেন, সীমান্তে করেনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে পুলিশও কাজ করে যাচ্ছেন। এই উপজেলায় এখন পর্যন্ত এক চিকিৎসকসহ ৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের কার্যক্রমে সঙ্গে সম্পৃক্তায় করেনা সন্দেহ ২০ পুলিশ সদস্যর নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রির্পোট পেলে বিস্তারিত বলা যাবে।
এদিকে করোনা সন্দেহে টেকনাফ উপজলা ২৮ এপ্রিল পর্যন্ত মোট ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে এক চিকিৎসকসহ ৪ জনের ফলাফল পজেটিভ এসেছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com