কক্সবাজারের টেকনাফ একটি সিএনজি তল্লাশী করে ৬ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
গত ২৪ জুন রাতে টেকনাফ কেরুনতলী সংলগ্ন এলাকায় সিএনজি তল্লাশী করে এসব ইয়াবা জব্দ করা।
২৫ জুন বিকেলে কোস্টগার্ড পূর্বজোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লে. বিএন শাহ জিয়া রহমান জানান, সিএনজি তল্লাশী করে ৬হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তবে ইয়াবা পেলে পাচারকারী পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জব্দকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com