টেকনাফে বিজিবি সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।
রবিবার ভোরে নোয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন, উখিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ/৬ এর বাসিন্দা খায়রুল আমিনের ছেলে মোঃ সাকের (২২)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, নোয়াপাড়া বিওপি একটি বিশেষ টহলদল বেড়িবাঁধ এলাকায় টহলে গেলে। দূর থেকে ৩-৪ জন ব্যক্তি নাফনদী পার হয়ে বেড়িবাঁধে উঠতে দেখে। টহলদল তাদের চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ইয়াবা কারবারিরা অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে বিজিবি দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ৪-৫ মিনিট গুলি বিনিময় হয়। এক পযার্য়ে ইয়াবা কারবারিরা গুলি করতে করতে গ্রামের দিকে পালিয়ে যায়। গুলাগুলি থামার পরে টহলদল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি কার্তুজের খালি খোসা ও একটি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com