টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এঘটনায় রোহিঙ্গা সহ তিন যুবককে আটক করেছেন।
আটকরা হলেন, উখিয়া বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বল্ক জে ১৫ এর বাসিন্দা মোঃ কাশেমের ছেলে মোঃ রেজোয়ান (২২), উপজেলার খারাংখালী, মহেশখালী পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে ঈমান হোসেন (২৫), হোয়াইক্যং ইউপি মীনা বাজার এলাকার মামুনুলের ছেলে হামিদ হোসেন (২০)।
বৃহস্পতিবার উপজেলার হ্নীলা ওয়াব্রাং মসজিদ সংলগ্ন ব্রীজ এলাকা থেকে ও হোয়াইক্যং বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্বে ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যান।
এছাড়া অপর দিকে একইদিন বিকেলে হ্নীলা ইউপি ওয়াব্রাং মসজিদের দক্ষিণ পার্শ্বে ব্রীজের উপর একটি সিএনজি ভেতর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধার ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com