টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা সহ তিন মাদক পাচারকারীকে আটক করেছেন কোস্টগার্ড।
শনিবার রাতে দমদমিয়া এলাকা থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হ্নীলা জাদিমুরা এলাকার নুর হোসেনের ছেলে মোঃ ওসমান (২২), সাবরাং ইউনিয়নের বাসিন্দা মোঃ ইসমাইল (২২) ও আব্দুর রহিম (৩২)।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিসিজি স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবা সহ দুই যুবককে আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।
এছাড়া অপর দিকে একই দিন রাতে দমদমিয়া কেয়ারী ঘাট এলাকায় সন্দেহজনক এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার সিএনজি ও ইয়াবা সহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com