কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুদু মিয়া (৩৪) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মণ্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া উপজেলার নাজির পাড়ার হাজী সুলতান আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, উপজেলা সদরের সাগর উপকূলীয় মণ্ডার ডেইল এলাকায় অভিযানে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মাদক ব্যবসায়ী দুদু মিয়া নিহত হয়।এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ১৩টি গুলি ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত দুদু মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com