টেকনাফের হোয়াইক্যংয়ে ইয়াবা সেবনের পর মাতলামি করায় বাধা দেওয়ায় এক যুবককে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় হোয়াইক্যংয় মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ(২৫) একই এলাকার আব্দুল মোনাফের ছেলে।
নিহতের বড় ভাই খোকা বলেন, ইফতারের সময় ইয়াবা সেবনের পর বাড়ির সামনে মাতলামি করছিলেন ফরিদের মেয়ের জামাই হেলাল। এতে বাধা দেন আব্দুল্লাহ। একপর্যায়ে দুইজনের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দুইজনকে বাড়িতে পাঠানো হয়।
তিনি আরো বলেন,মীমাংসার কিছুক্ষণ পর হেলাল, রবিউল আলম রবি, তার চাচাতো ভাই, বউসহ অজ্ঞাত ১০-১২ জন বাড়ির উঠানে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। এ সময় আব্দুল্লাহ ঘর থেকে বের হলে বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। পরে বাড়ির লোকজন বের হলে সবাই পালিয়ে যায়। স্বজনরা আব্দুল্লাকে পালংখালীর একটি এনজিও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই নিজাম বলেন,মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলেও হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com