টেকনাফে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব।
রোববার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ব্র্যাক অফিসের সামনে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
আটক খালেদা বেগম (২৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মৃত নুর মোহাম্মদের স্ত্রী।
উইং কমান্ডার আজি বলেন, রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ ব্যাক অফিসের সামনে কতিপয় লোকজন মাদক লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জনৈক এক নারী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।
“ পরে আটক নারীর শরীর তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪ হাজার ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। ”
র্যাবের এ কর্মকর্তা বলেন, “ জিজ্ঞাসাবাদে আটক নারী জানিয়েছে, সে দীর্ঘ ধরে ইয়াবাপাচারে জড়িত রয়েছে। সে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। ”
আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com