টেকনাফে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার মূল্য মানের ৯ হাজার ৯৯০ টি ইয়াবা সহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন, উখিয়া উপজেলার থাইংকালী গোনাপাড়া ১৯নম্বর ক্যাম্পের ব্লকডি-৬ এর বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মোঃ ইদ্রিস (৪৫) ও একই ক্যাম্পে,ব্লকের ইদ্রিসের ছেলে নুর হাসান (২১)।
বুধবার দুপুরে হ্নীলা ইউপি রঙ্গিখালী এলাকা থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হ্নীলা ইউপি রঙ্গিখালী রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হাতে থাকা শফিং ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৯০টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৯৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com