টেকনাফে ৪ হাজার ৬৬০ টি ইয়াবা সহ তিন জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়নের বরইতুলী ক্যাম্পের সামনে থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দিনাজপুর জেলার চক্কানচর এলাকার আমজাদ হোসেনের ছেলে মনোয়ার হোসেন ড্রাইভার (৩২), ঈদগা নাপিতখালী এলাকার মঞ্জুর আলমের ছেলে মিনহাজুল আবদীন ফাহিম (২০) ও চট্টগ্রাম জেলার উত্তর সোনা পাড়ার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে নুর আলম (৪৯)।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদ ভিত্তিতে মাদক ব্যবসায়ীরা ট্রাকযোগে ইয়াবা বহন করে টেকনাফ হতে কক্সবাজারের উদ্দেশ্য আসছে। এমন তথ্যে বরইতুলী র্যাব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশির সময় সন্দেহভাজন ট্রাকটি থামালে গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ৬৬০ টি ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২৩ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার ইয়াবা সহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com