কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে ইয়াবাসহ আব্দুস সালাম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব ১৫। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। আটক আব্দুস সালাম হ্নীলা ইউনিয়নের পুর্ব সিকদার পাড়ার মৃত নজির আহমদের ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ পেশায় দীর্ঘদিন ধরে জড়িত বলে স্বীকার করে সালাম।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, তথ্যে’র ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com