টেকনাফের ডেনলপাড়া এলাকা থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১২ শ‘ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ডেনলপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ডেইলপাড়া এলাকার ওমর আব্বাসের ছেলে সাজেদুল ইসলাম (২১), ময়মনসিংহের বাবুখালী বাজার এলাকার ইমদাদুল হকের ছেলে মো. হৃদয়, কুমিল্লার বুড়িচংয়ের তাজ উদ্দিনের ছেলে মো. রুবেল আহমেদ (২৪) ও গাজীপুরের টংগি এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আরিফ (২৪)।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম বলেন, এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com