টেকনাফের রঙ্গীখালী এলাকা থেকে দেশীয় তৈরি লম্বা বন্দুক, কার্তুজ ও দাড়ালো কিরিচ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার কালা মিয়ার ছেলে হেলাল উদ্দীন (৩৩) ও একই এলাকার সৈয়দ আহমদের ছেলে বশির আহমেদ (৩৫)।
রবিবার (২১ জুলাই) ভোর রাতে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার হেলাল উদ্দীনের বাড়ী থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিষয়ের সত্যতা নিশ্চত করেছেন।
তিনি জানান, ওইদিন গভীর রাতে টেকনাফের হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী গ্রামের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করার জন্য কালা মিয়ার বাড়িতে প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সেখানে অভিযানে যায়। এতে বিজিবির উপস্থিতি টের পেয়ে হেলাল উদ্দিন এর বসত ঘর হতে ডাকাত চক্রের কয়েকজন পালানোর চেষ্টা করে।
এসময় বিজিবি দুই জনকে আটক করতে সক্ষম হলেও ৫-৬ জন পালিয়ে যায় বলে জানায়। পরে ওই বসত বাড়ি তল্লাশী চালিয়ে আলমিরার নীচ হতে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ২টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com