টেকনাফে নিষিধাজ্ঞাকে অমান্য করে স্থানীয় জেলেরা মাছ শিকার করার সময় অবৈধ ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় থেকে ৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। মৎস্য অধিদপ্তর চলতি মাসে ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা থেকে বিরত থাকার জন্য নিষিধাজ্ঞা জারি করেন।উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলেদের সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, নদী, সাগরের মোহনায় ও হাটবাজারে মাইকিং, ব্যানার, পোস্টারিং, প্রচারপত্র বিতরণ, জেলেদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক করা হচ্ছে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন বলেন,তারই নেতৃত্বে বিজিবি ও নৌপুলিশের সমন্বয়ে শনিবার নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালিয়ে দুটি জাল (৫হাজার মিটার) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।তবে জেলেরা পালিয়ে যাওয়াই কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় উপস্থিত ছিলেন,কক্সবাজার মৎস্য অধিদপ্তরের গবেষক মুশফিকুর রহমান, নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিরাজ ও বিজিবির সদস্যরা।পরে বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধবংস করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com