টেকনাফে অপহরণের পর এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। শুক্রবার বেলা ১১ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ী এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া মৃতদেহটি মৌলভী আবুল কাছিমের পুত্র আকতারুল্লাহ (২৪) এর বলে পুলিশ নিশ্চিত করেছে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, স্থানীয়দের দেয়া তথ্য মতে পাহাড়ী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা নিহত আকতারুল্লাহ সহ ৩ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবী করছিল। পুলিশ অপহৃতদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে একজনকে হত্যা করা হল।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ৩ জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com