কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার মোস্তাক আহমদ (৩৮) নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল তল্লাশী করে ৪ টি এলজি, ৯ রাউন্ড কাতুজ, ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার লেংগুরবিল পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক লেংগুরবিলের মৃত বদিউজ্জামানের ছেলে। সে দীর্ঘদিন ধরে টেকনাফে ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে প্রায় ৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর মোস্তাকের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এসময় তার দলের সদস্যরা পুলিশকে লক্ষ্যে করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময় থেমে গেলে ঘটনাস্থল থেকে এসব ইয়াবাসহ মোস্তাকের মরদেহ উদ্ধার করা হয়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com