কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৪৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলল সাড়ে ৫ টার দিকে ঝিলংজার দরগাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রহিম দরগাহপাড়র মৃত হাকিম মিয়ার ছেলে। তিনি ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
স্থানীয় সুত্রে জানাযায়, নিহত রহিমের সাথে মকবুল সওদাগর পাড়ার মৃ নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের জমি সংক্রান্ত টাকা নিয়ে দুজনের মধ্যে তর্ক-বির্তক হয়, একপর্যায়ে জিসাত রহিমের বুকে, ঘাড়ে, এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একটি টিম ঘাতককে আটকে অভিযান চালাচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com