৩৮তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৯ এ অংশগ্রহণ করছে কক্সবাজার জেলা দল।
ঢাকা শহিদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া চ্যাম্পিয়নশীপে জেলা দলের হয়ে খেলছেন সুজন বড়–য়া নিপু, ডা: সলিমউল্লাহ খান নবাব, আজম মোহাম্মদ নিহাদ, নওশাদ ইফতেখার ও মোহাম্মদ আল্আ মিন। ম্যানেজার রাহাত ইমরান হাসান।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গঠিত জেলা টেবিল টেনিস দল দলগত, একক ও দ্বৈতে অংশগ্রহণ করবে। ৬-১২ এপ্রিল চলবে উক্ত চ্যাম্পিয়নশীপ।
এবার ভালো ফলাফল অর্জনের আশাবাদ জেলা দলের।
জেলা দলের সাফল্য কামনা করেন জেলা ক্রীড়াসংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি-ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com