বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণ পরিষদের সাবেক সদস্য এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ণাঢ্য রাজনৈতিক এডভোকেট জহিরুল ইসলাম এর নামাযে জানাজা মঙ্গলবার কক্সবাজার বায়তুশ শরফ প্রাঙ্গনে যোহরের পর অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবার সূত্র বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি সোমবার দুপুরে চট্টগ্রামস্থ তাঁর জৈষ্ঠ্য সন্তান জাহেদুল ইসলামের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালল্লিহি .. রাজিউন)।
মৃত্যকালে তাঁর বয়স ৮০ বছর ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এডভোকেট জহিরুল ইসলাম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। কক্সবাজার শহরের বয়তুশ শরফ সড়কের বাসিন্দা এডভোকেট জহিরুল ইসলাম মৃত্যুকালে ৩ পুত্র, ৩ কন্যা, স্ত্রী রেখে সহ অনেক গুণগ্রাহী, অনুসারী রেখে যান।
তিনি জীবনকালে “আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী রাজনীতি’ নামের একটি গ্রন্থের প্রকাশ করেছেন।
ইতিমধ্যে তাঁর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মহল।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com