বিদ্যুৎতের ছেঁড়া তার সরাতে গিয়ে বড় মহেশখালীর এক স্কুল ছাত্রীর জীবন প্রদিক নিভে গেলো। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত বড় মহেশখালী ইউনিয়নের ছোট কুলাল পাড়া গ্রামের কানিজ আক্তার (১২)। সে ওই এলাকার দিন মজুর বাদশা মিয়ার মেয়ে। নিহত কানিজ আক্তার নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানান ওই বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আযাদ।
স্থানীয় ডেকোরের্টাস মালিক সাহিন জানান, সকাল সাড়ে ১১ টায় দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তার উপর পল্লী বিদ্যুতের ছেঁড়া তারটি সরাতে গিয়ে ওই তারে জড়িয়ে তার মৃত্যু হয় ঘটনাস্থলে।
স্থানীয়রা জানান, অত্র এলাকার অনেক বিদ্যুতের কাম্বা ঝুঁকপূর্ন হয়ে হওয়ার কারনে এমন র্দূঘটনা হচ্ছে প্রতিনিয়ত। এই স্কুল ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
এব্যাপারে মহেশখালী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- দুর্ঘটনার খবর শুনে সাথে সাথে ওই এলাকার বিদ্যুৎতের লাইন বন্ধ করে দূর্ঘনাস্থলে বিদ্যুৎতের মাঠ কর্মী পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন যখন শুকনো মৌসুমে গাছের ডালপালা কাটতে যায়, তখন লাইনের আশেপাশে বেড়ে উঠা গাছ কাটতে দেয়না লোকজন। বাতাসের তীব্রতায় তারের সাথে গাছের সংঘর্ষে তার ছিড়ে মাটিতে পড়ে গেছে। এ কারনেই দূর্ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com