কক্সবাজার শহরের ইন্টারন্যাশল স্কুলে গান শিকতে গিয়ে শিক্ষকের হাতে যৌন হয়রানীর শিকার হয়েছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। এসময় আশে-পাশের লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। আটক গানের শিক্ষক কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার মোহাম্মদ ইকবালের ছেলে বোরহান উদ্দিন। সে কক্সবাজার শিল্পি গোষ্ঠী নামে একটি সংগঠনের ব্যানারে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের একটি কক্ষে গান শিক্ষাদেন।
যৌন হয়রানীর শিকার স্কুল ছাত্রীর পরিবারের দাবি, প্রতিদিনের মত গান শিখতে আসে ওই ছাত্রী। শিক্ষক বোরহান গানের ক্লাস বিকেল ৫ টায় শেষ করে সকল ছাত্র-ছাত্রীকে বের করে দেন। কিন্তু ওই ছাত্রীকে সাতটা পর্যন্ত রেখে দেন। এক পর্যায়ে ছাত্রীর গোপন স্থানে হাত দেয়ার চেষ্টা করলে ছাত্রীটি চিৎকার করলে আশে-পাশের লোকজন বিষয়টি জানতে পারে।
এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষক বোরহানকে আটক করেছে। বিস্তারিত খোজ-খবর নিয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com