বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী চার সপ্তাহের মধ্যে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (২২ জুন) স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেওয়া হবে। আমাদের আজকের বৈঠকে এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে।’
কোন ধরনের কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে ফখরুল বলেন, ‘মিছিল, সমাবেশসহ গণতান্ত্রিক কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে বিকেল সাড়ে ৫টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দীন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com