জাতীয় পর্যায়ে কক্সবাজার জেলা প্রশাসন প্রাতিষ্ঠানিক পর্যায়ে জনপ্রশাসন পদক লাভের পর এবার আরো একটি পদক পেয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।বৃহস্পতিবার তিনি পেয়েছেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের সম্মাননা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক প্রণীত ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে কক্সবাজারের জেলা প্রশাসক চট্টগ্রাম বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান, ই-ফাইলিং কার্যক্রমে অগ্রগতিসহ জনমতের ওপর ভিত্তি করে এ পুরস্কার প্রদান করা হয়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com