চকরিয়ায় এক বৃদ্ধকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ইতিমধ্যে ভিডিওটি তাদের নজরে এসেছে এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গত ২৪ মে ঈদের আগের দিন বিকালে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় এ ঘটনাটি ঘটে। আনছুর আলম নামের এক যুবকের নেতৃত্বে নুরুল আলম নামের এক বৃদ্ধকে পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়। এসময় ওই বৃদ্ধকে লুঙ্গি খুলে দিয়ে শার্ট ছিঁড়ে দেয়া হয়। একই সময় ওই বৃদ্ধকে কিল-ঘুষি মেরে নির্যাতন চালানো হয়। এব্যাপারে বৃদ্ধের পুত্র আশরাফ হোছাইন চকরিয়া থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে।
কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। এব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com