কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে উপজেলার হারবাং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার উল্টর হারবাংয়ের আলী আহমদের ছেলে আবদুল মোনাফ ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি বাস বিপরীত দিক থেকে মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী নিহত হয়। নিহতদের লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com