বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফণীর আঘাতের আশঙ্কায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ মে ছয়টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। তার একটি কুতুবদিয়া।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি)’র যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৫ মে অনুষ্ঠিতব্য কক্সবাজার কুতুবদিয়া উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। ঘুর্ণিঝড় ফণীর আঘাতের আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।
উল্লেখ্য যে, আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছিল কুতুবদিয়া উপজেলা নির্বাচন। এরপর দীর্ঘ সময় পর আগামী ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com