কক্সবাজার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জমি সক্রান্ত বিরোধের জের ধরে ইমন বড়ুয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমন উখিয়া উপজেলার রত্নপালংয়ের ভালুকিয়া এলাকার পুতুল রাণী মেম্বারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পুর্বের জমি সক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনের ফুফাত ভাই চিহ্নিত সন্ত্রাসী সমিরন বড়–য়া তার ক্যাডারদের নিয়ে ইমনের উপর হামলা চালায়। ইমনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com