পহেলা বৈশাখে বাংলা নতুন বছর উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা ডুডল প্রকাশ করেছে। গুগলের হোমপেজে এ বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে।
বাংলা নববষর্ উপলক্ষ্যে এবার তাই পহেলা বৈশাখ নিয়ে ডুডল প্রকাশ করেছে গুগল। এর আগে চলতি বছর ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি নিয়েও ডুডল প্রকাশ করেছিলো তারা।
এবারের ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাংলা সংস্কৃতির অংশ।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com