রম্বস
যে সামান্তরিকের চারটি বাহু সমান তাকে রম্বস বলে।
চিত্রে, ABCD একটি রম্বস, যার AB বাহু = BC বাহু = CD বাহু = AD বাহু।
বৈশিষ্ট্য :
· রম্বসের চারটি বাহু সমান।
· রম্বসের বিপরীত কোণগুলো সমান।
· রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল।
আয়ত
যে সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ তাকে আয়ত বলে।
চিত্রে, ABCD একটি আয়ত।
বৈশিষ্ট্য :
· আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
· আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল।
· আয়তের চারটি কোণই সমকোণ।
বর্গ
যে আয়তের চারটি বাহু সমান, তাকে বর্গ বলে।
চিত্রে, ABCD একটি বর্গ।
বৈশিষ্ট্য :
· বর্গের চারটি বাহু সমান।
· বর্গের প্রতিটি কোণ সমকোণ।
· বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com