কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজ এলাকা থেকে মাটি ভর্তি ড্রাম্পার আটক করেছে বন বিভাগ। এসময় ড্রাম্পারটিতে থাকা শ্রমিক ও চালক পালিয়ে যায়।
রোববার (২১ জুলাই) বিকেলে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার সময় ডাম্পারটি আটক করা হয়।
বন বিভাগ সুত্রে জানা যায়, খুরুশকুলের বিভিন্ন পাহাড় কেটে একটি সিন্ডিকেট মাটি বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রাম্পারটি আটক করা হয়। ড্রাম্পারটি রামুর আব্দুল জলিলের বলে জানা গেছে।
বনবিভাগের কক্সবাজার সদর রেঞ্জের কর্মকর্তা তারেকুর রহমান বলেন, অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার সময় ড্রাম্পারটি আটক করা হয়। গাড়ীটি সহ মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com