দেশে নতুন করোনাভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে শনিবার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সবশেষ এই তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়ার কথা জানান তিনি।
২৮ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১০ জন।
নতুন ১ হাজার ৭৬৪ জন রোগীর দেহে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭০৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। সর্বমোট সেরে উঠেছেন ৬ হাজার ৪৮৬ জন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com