ছোট খাটো ঘটনা
ঘটবেই
মন্দটা বেশি বেশি
রটবেই,
দিও নাকো সে কথায়
কানটা
গেয়ে যাও সাম্যের
গানটা।
জীবনের চাকা যদি
থেমে যায়
আকাশের বৃষ্টিটা
নেমে যায়,
তবু তুমি গেয়ে যাও
গানটা
থেমে যাবে মন্দের
টান -টা।
সূর্যটা একদিন
হাসবেই
ফুলে ফুলে মধুকর
আসবেই,
যতই খুঁজুক তারা
ফাঁদটা
নিশ্চয় হাতে পাবে
চাঁদটা।
সে আশায় অবিরল
হেসে যাও
স্বপ্নের কলি ভালো –
বেসে যাও,
কেটে যাবে আকাশের-
কালো মেঘ
থাকবেনা বিজলির –
আলো বেগ।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com