কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ‘বাইঙ্গাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের’ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন মঈনুদ্দিন (২৭) নামের এক সাইড ইঞ্জিয়ার। এ ঘটনাটি ঘটেছে ১৭ জুন সোমবার সকাল সাড়ে ১১টায়। তিনি চান্দপুর জেলার কচুয়া উপজেলার কূয়া চান্দপুর গ্রামের ইউনুছ মিয়ার পুত্র।
তিনি বিগত ৬ মাস ধরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে স্কুল ভবন নির্মাণ প্রকল্পের টিকাদারী ফার্ম ‘মেসার্স ওয়াহিদ কনস্ট্রাকশনের’ সাইড ইঞ্জিয়ার হিসেবে কাজ করছেন। ছাদ নির্মাণের সাঁটার পরিদর্শনকালে পা পিছলিয়ে দুতলা থেকে পড়ার সময় কানের নিচে সেন্টারিংয়ের স্টীল পাইপ ডুকে মারাত্মকভাবে আঘাত পায় বলে জানান একই ফার্মের উপজেলা ইনচার্জ প্রকৌশলী মফিজুর রহমান। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃত্যু ব্যক্তির আত্মীয়-স্বজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান থানা অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com