সাম্প্রতিক সময়ে সৃষ্ট গুজব, ছেলে ধরা আতংক ও ডেঙ্গু জ্বর নিয়ে সচেতনতা বিষয়ে উখিয়ার কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে যে ছেলে ধরা আতংক নিয়ে গুজব সৃষ্টি করে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। অভিভাবক মহলকে এসব প্রচারনার বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীরা যাতে স্কুলে আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বক্তারা আরো বলেন, দেশে ডেঙ্গ মশার আক্রমনে যে ডেঙ্গু জ্বর হচ্ছে। তাই সবাইকে এই মশা নিয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির পাশের ঝোপ ঝাড় পরিষ্কার রাখতে হবে। দিনের বেলায় ঘুমালেও মশারী ব্যবহার করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তরুন সমাজ সেবক ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, কুতুপালং এর প্রবীন শিক্ষাবিদ এম বাদশা মিয়া চৌধুরী, অভিভাবক প্রতিনিধি ডাঃ আবদুল মজিদ, মনজুর আলম প্রমূখ।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com