এম বশির উল্লাহ, মহেশখালী : মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আফজলিয়াপাড়ায় মীর আকতার হোসেন কনস্ট্রাকশন লিঃ এর বিরুদ্ধে মানববন্ধন করেন স্থানীয়রা।
শুক্রবার বিকাল ৪ টায় উত্তর নলবিলা আফজিলায়া পাড়া এলাকা সংলগ্ন মহেশখালীর প্রধান সড়কে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনরত স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ বলেন, “মীর আকতার কোম্পানীর অপরিকল্পিত উন্নয়ন কাজের ফলে একের পর এক ক্ষতি হলেও, কোম্পানীর বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়কে অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করতে গিয়ে আফজলিয়া পাড়া মাদ্রাসা সড়কের গাইড ওয়ালের ভিত্তি হতে মাটি সরে গিয়ে উক্ত গাইড ওয়ালটি পড়ে যায়। ফলে পাহাড়ী ঢলের পানির স্রোতে মাদ্রাসা সড়কটি বিলিন হয়ে যায়, এতে ঐ সড়কে দিয়ে যাতায়াতকারী লোকজন সহ মাদ্রাসায় যাতায়াতও বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।”
অনতিবিলম্বে সড়কটি পুনরায় সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ সহ বিভিন্ন ক্ষতিপূরণের জোর দাবী জানান তারা।
সম্প্রতি সময়ে মীর আকতার কোম্পানীর অপরিকল্পিত ব্লক নির্মান করার ফলে বৃষ্টির পানিতে ১৫ টি পরিবার তাদের বসত ঘরে পানি ডুকে তাদের সমস্ত মালামাল নষ্ট হয়ে যায়। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার ভূমি সুইচিং মারমা ঘটনাস্থল পরির্দশন করে মীর আকতার কোম্পানীর সংশ্লিস্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যে যথা সময়ে ওই সব বাড়ির মালিকদের ক্ষতিপুরন ব্যবস্থা করতে। আজোও কোন অদৃশ্য শক্তির ইশারায় তারা কোন ধরনের ক্ষতি পূরণ দেয় বাড়ির মালিকদের।
স্থানীয়রা জানান, মাননীয় প্রধান মন্ত্রী ঘোষনা দিয়ে স্থানীয়দের ক্ষতি করে কোন উন্নয়ন প্রকল্প হবেনা, কিন্তুু মীর আকতার কোম্পানী পদে পদে অনিয়ম করে স্থানীয়দের সবচেয়ে বড় ক্ষতির কারন হয়ে উঠেছে। প্রশাসনকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com