কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৭ জনকে আটক করেছে। গত ২৪ ঘন্টায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই শেখ মোঃ সাইফুল আলম, পিএসআই এমরান হোসেন,এসআই প্রদীপ চন্দ্র,এসআই স্বপন কুমার,এসআই রাজিব চন্দ্র,এসআই দেলোয়ার হোসাইন,এএসআই আশিক হায়দার বাকী,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। বোরহান উদ্দিন,পিতা- মোঃ ইসলাম,সাং-মধ্যম পাহাড়তলী,থানা ও জেলা- কক্সবাজার।
২। পারভীন,পিতা- ফোরকান আহমদ,সাং-মোহছনিয়া পাড়া,পিএমখালী,থানা ও জেলা-কক্সবাজার।
৩। আবদুল গফুর,পিতা- আবদুল লতিফ,সাং-সাহিত্যিক পল্লী,সিটি কলেজ এর পাশে,থানা ও জেলা-কক্সবাজার।
৪। নুর উদ্দিন,পিতা- আব্দু সামাদ,সাং-মোক্তারকুল,থানা ও জেলা-কক্সবাজার।
৫। মোঃ শামীম,পিতা-মোজাফ্ফর আহমদ,সাং-নতুন বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
৬। লাকি,স্বামী-আব্দুল মোতালেব,সাংÑফুলবাগ,থানা ও জেলা-কক্সবাজার।
৭। মোঃ আনোয়ার,পিতা-আব্দুল হাকিম,সাংÑচন্দ্রিমা মাঠ,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান, তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com