দৈনিক দৈনন্দিন পত্রিকায় “কক্সবাজার মডেল থানা ২৮ দালালের নিয়ন্ত্রণে!” সংবাদ প্রকাশের জের ধরে এক দালালকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক জামাল (৪৫) পূর্ব ঘোনার পাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, পত্রিকায় প্রকাশিত দালালদের নাম প্রকাশের পর থানায় দেখতে পেয়ে এক দালালকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল শুক্রবার দালালদের নাম সহ দৈনন্দিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরে রাত ৯টা পর্যন্ত কোন দালালকে চোখে পড়েনি।
ভুক্তভোগিদের অভিযোগ, সংবাদ প্রকাশের পর থানায় কিছুটা দালালদের উৎপাত কমেছে। কিন্তু এটা যেনো কিছুদিন পরে আবারও বেড়ে না যায়।
পুলিশের একটি সুত্র জানায়, পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সদর থানায় দালালের আটক করার নির্দেশ দেয়া হয়েছে। সে জন্য দালালদের আটক করতে অভিযান চালানো হয়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com