কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৬৩ জন নমুনা পরীক্ষায় ৭৫ জন পজেটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭১ জন। অপর ৪ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ৫৪ জন। এছাড়া উখিয়া উপজেলার ৮ জন, চকরিয়া উপজেলার ১ জন, টেকনাফ উপজেলার২ জন, রামু উপজেলার ১ জন, মহেশখালী উপজেলার ১ জন, লামার ২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার ১ জন ও একজন রোহিঙ্গা রয়েছে।
শুক্রবার বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
গত ৫৮ দিনে মোট ৬৩০১ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৬৮৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ৩১ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৮৬ জন, রামু ২১ জন, চকরিয়ায় ১৫৬ জন, কক্সবাজার সদরে ২৩২ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ৩০ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১০০ জন, মারা গেছেন ১১ জন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com