গত ১৪ এপ্রিল ২০১৯ তারিখ আনুমানিক ২১.৩০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বাস টার্মিনালে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশীকালে মোঃ আমির খসরু (৩৪), পিতা-মোঃ রশিদ আহমেদ, গ্রাম ও পোষ্ট-চুনতি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম এর ব্যবহৃত শপিং ব্যাগ তল্লাশী করে ১১,১০০ পীস বার্মিজ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। উক্ত ইয়াবার মূল্য-৩৩,৩০,০০০/- টাকা। পরবর্তীতে উক্ত আসামীকে ব্যাটালিয়ন সদরে আনার পর জিজ্ঞাসাবাদে সে বর্ণিত ইয়াবাগুলো মোঃ এহসান উল্লাহ (৩৬), পিতা-মাওলানা আব্দুল কাদের, গ্রাম-চরম্বা মজিদের পাড়া, পোষ্ট-চরম্বা, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম এর নিকট পৌঁছে দিবে বলে স্বীকার করে। উক্ত চোরাকারবারী দারুল আরকাম একাডেমী, দাখিল মাদ্রাসা, চরম্বা মজিদের পাড়া, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম এর শিক্ষকতা করতেন বলে জানায়। উল্লেখ্য, আটককৃত আসামী দেড় বছর পূর্বে মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে দিয়ে একটি ফার্মেসীর ব্যবসা করছে এবং নিয়মিত রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com