কক্সবাজারে সর্বশেষ পরীক্ষা করা ৪ ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। যার মধ্যে একজনের বাড়ি টেকনাফের বাহারছড়া ইউনিয়ন। অপর ৩ জনের বাড়ি মহেশখালী উপজেলায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কক্সবাজারে সর্বশেষ ৬৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫৯ জন নেগেটিভ হলেও ৪ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
এনিয়ে কক্সবাজার মেডিকেল ল্যাবে গত ১৮ দিনে ৪১১ জন সন্দেহভাজন করোনা ভাইরাস রোগীর নমুনা টেষ্ট করা হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়ার বাসিন্দা আবু ছিদ্দিক নামের এক বৃদ্ধের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। ওই ব্যক্তি ছিলেন তাবলীগ ফেরত। রোববার রিপোর্টে আরো ৪ জনের পজেটিভ পাওয়া গেল। আর বাকি সবার রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com