‘হেপাটাইটিস প্রতিরোধ, এটা আপনার উপর নির্ভর করছে’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক ‘হেপাটাইটিস’ ডে ২০১৯। ‘হেপাটাইটিস’ ডে উপলক্ষ্যে আয়োজন করা হয় এক সেমিনারের।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউজিসি প্রফেসর ও কোর্স ডিরেক্টর প্রফেসর ডা. সলিমুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ‘হেপাটাইটিস’ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: মামুন আল মাহতাব, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সুবাস চন্দ্র সাহা ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক ডা: মাহবুবুর রহমান।
সেমিনারে প্রাণঘাতী ‘হেপাটাইটিস ভাইরাস’ সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ-নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে আরো এগিয়ে আসার আহ্বান জানানো।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com