কক্সবাজারে ১৭ জনের সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাসের নমুনা টেষ্ট করা হয়েছে। বুধবার দুপুরে এই ৩১ জনের করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
ডা. অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজার মেডিকেল ল্যাবে গত ১৪ দিনে ২৫০ জন সন্দেহভাজন করোনা ভাইরাস রোগীর নমুনা টেষ্ট করা হয়। এই পর্যন্ত তাদের সবার রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’। মঙ্গলবার কক্সবাজারের ৮টি উপজেলা, পার্বত্য জেলা বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা, উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবির থেকে মোট ৩১ জনের সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।
পহেলা এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে। ল্যাব কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, এপ্রিলের প্রথম ৫দিনে ২৪ জন, ৬ এপ্রিল ২৫ জন, ৭ এপ্রিল ২৪ জন, ৮ এপ্রিল ২৭ জন, ০৯ এপ্রিল ৩৭ জন, ১০ এপ্রিল ৯ জন, ১১ এপ্রিল ৩২ জন, ১২ এপ্রিল ২৪ জন, ১৩ এপ্রিল ৩১ জন ও ১৪ এপ্রিল ১৭ জনের নমুনা টেষ্ট করা হয়। সবমিলিয়ে মোট ২৫০ জনের পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com