“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”- এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুক হক টুকু।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিতে র্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মানে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর অধিক গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ০৩ (সদর- রামু) আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী পরিচালক সোমেন মন্ডল, সদর মডেল থানার ওসি মোঃ শাহজাহান কবির, ডিএনসির ইন্সপেক্টর আবদুল মালেক তালুকদার প্রমুখ।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com