রামুতে করোনা আক্রান্ত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে; এতে জেলায় প্রথম কোন করোনা রোগীর মৃত্যু হল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মো. মাহবুবর রহমান।
করোনায় মারা যাওয়া নারী রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপের বাসিন্দা।
মৃত্যুকালে ওই নারীর বয়স ছিল ৬৫ বছর।
মাহবুবর রহমান বলেন, করোনার উপসর্গ নিয়ে রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপের ৬৫ বছর বয়স্ক এক নারী মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ভর্তি হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়।
” বুধবার ওই নারীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ পাওয়া যায়। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়ার আগেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে। ”
করোনায় মৃত্যু হওয়া ওই নারীর লাশ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, ” নারীর মৃত্যুর বিষয়টি করোনা সংকটে গঠিত জেলা লাশ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করা হয়েছে। ”
রামুর ইউএনও প্রণয় চাকমা বলেন, করোনা আক্রান্ত নারীর মৃত্যুর বিষয়টি শোনার পর সরকারি নির্দেশনা মত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com