কক্সবাজারের ল্যাবে নতুন পরীক্ষা করা ১৫৪ জনের মধ্যে ২ ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হল ৫১ জন। নতুন আক্রান্তের মধ্যে একজন চকরিয়া উপজেলার এবং অপর জন কক্সবাজার সদর উপজেলার।
বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
তিনি বলেন, সোমবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ১৫৪ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। অপর ১৫২ জন নেগেটিভ রয়েছে।
ফলে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ৫১ জনই শনাক্ত করা হল। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ৫৭ জন। অপর ৬ জন কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা।
গত ৩৫ দিনে মোট ২১১৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৫৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়ায় ৬ জন, রামু ১ জন, চকরিয়ায় ১৬ জন, কক্সবাজার সদরে ১০ জন এবং পেকুয়ায় ৩ জন। অপর ৬ জন বান্দরবান জেলার।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com