কক্সবাজারে নতুন করে ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছে; এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জন রোহিঙ্গাসহ ২ হাজার ৫৬১ জনে।
সোমবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ প্রফেসর ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
প্রফেসর ডাঃ অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ৩৭৪ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৭০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।
”সোমবার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে ৬৩ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। অন্যরা জেলার পার্শ্ববতী বান্দরবান জেলার ৬ জন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১ জন বাসিন্দা। “
তিনি বলেন, ” জেলায় নতুন আক্রান্ত ৬৩ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৪০ জন, রামু উপজেলার ৬ জন, উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ৪ জন, চকরিয়া উপজেলার ৩ জন, পেকুয়া উপজেলার ২ জন, মহেশখালী উপজেলার ২ জন ও কুতুবদিয়া উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৫০ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৬১ জনে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১১৮১ জন, রামু উপজেলার ২১১ জন, উখিয়া উপজেলার ২৯০ জন, টেকনাফ উপজেলার ২২৫ জন, চকরিয়া উপজেলার ৩২৬ জন, পেকুয়া উপজেলার ১০২ জন, মহেশখালী উপজেলার ১২০ জন ও কুতুবদিয়া উপজেলার ৫৬ জন বাসিন্দা রয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৫০ জন রোহিঙ্গা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৯৫০ জনের বেশি। মৃত্যু হয়েছে ৩৭ জনের। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ১৮ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com