কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯৪ জন নমুনা পরীক্ষায় ২৫ জন পজেটিভ এসেছে। পজেটিভ আসা সকল ব্যক্তিই নতুন শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ৪ জন রোহিঙ্গা রয়েছে। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলার ২ জন, চকরিয়া উপজেলার ৮ জন, কুতুবদিয়া উপজেলার ১ জন, মহেশখালী উপজেলার ১ জন, বান্দরবন জেলার ২ জন আক্রান্ত রয়েছে।
সোমবার বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
গত ৫৪ দিনে মোট ৫৩৪১ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৪৫৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ২৮ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৪৬ জন, রামু ৭ জন, চকরিয়ায় ১৩২ জন, কক্সবাজার সদরে ১২০ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২৯ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com